রহমত ডেস্ক 04 July, 2022 04:12 PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে ডা. জাফরুল্লাহর উচ্চ আদালত ঘেরাও এর ঘোষণা অবমাননার শামিল। তার এমন মন্তব্যের বিষয়টি আদালত বিবেচনা করবে।
আজ (০৪ জুলাই) সোমবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, 'জাফরউল্লাহ পূর্নিমা রাতে খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতু দেখতে যেতে পারে, যদি খালেদা জিয়া রাজি হয়। আর শেখ হাসিনা তো দিনের বেলায় আজও পদ্মা সেতুতে গিয়েছেন। এখন প্রশ্ন জাফরুল্লাহ সাহেব কেন খালেদা জিয়াকে নিয়ে পূর্নিমায় পদ্মা দেখতে চান?'
পদ্মা সেতু নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তিনি বলেন, পদ্মা সেতু বিএনপির গলার কাঁটা। যেখানে সারা দেশের মানুষ উল্লসিত, সেখানে বিএনপি লজ্জিত।